রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারে কোর্ট মার্শালে তিন সেনার সাজা
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর নির্যাতনে তিন সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার। কোর্ট মার্শালের মাধ্যমে তাদের সাজার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগে জাতিসংঘের শীর্ষ আদালতে অভিযুক্ত হওয়ার পর মঙ্গলবার এই সাজার কথা জানাল তারা।
বছর তিনেক আগে মিয়ানমার সেনাদের ব্যাপক হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ অমানবিক নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা। মানবাধিকার সংগঠনগুলো রাখাইনের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক গণহত্যার অভিযোগ তুলেছে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে। এর মধ্যে গু ডার পাইন নামে একটি গ্রামে অন্তত পাঁচটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি উঠেছে।
শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী। সেসময় তারা নির্যাতনের কথা স্বীকার করে জানিয়েছিল, রোহিঙ্গা গ্রামগুলোতে সেনা সদস্যদের ‘নির্দেশনা অনুসরণে দুর্বলতা’ দেখা গেছে।
মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অফিস ঘোষণা দিয়েছে, কোর্ট মার্শালে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে এবং তিনজনকে সাজা দেয়া হচ্ছে। তবে দোষীদের অপরাধের ধরন বা তাদের সাজার পরিমাণ কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেয়া তথ্যমতে, রাখাইনে মিয়ানমার সেনাদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।
সূত্র: এএফপি, আল জাজিরা
কেএএ/