অচল কয়েনের বস্তা নিয়ে যশোরে সংবাদ সম্মেলন
যশোরে লেনদেন করতে না পেরে কয়েক বস্তা অচল কয়েন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা বেকারি মালিক সমিতি। রোববার দুপুরে যশোরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হতাশা ব্যক্ত করেন মালিক সমিতি।
তারা বলেন, সরকারি-বেসরকারি কোনো ব্যাংকেই এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার কয়েন জমা নিচ্ছে না। ফলে এ কয়েক নিয়ে তারা কি করবেন ? এ প্রশ্নেরও উত্তর মিলছে না কোথাও।
সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, জেলার প্রায় ১০০ বেকারি মালিক রয়েছে। তাদের কাছে জমে গেছে কোটি টাকারও বেশি কয়েন। ব্যাংকে গেলে এ কয়েন নিচ্ছে না। এ কয়েনের কোনো ব্যবস্থা করা না গেলে তাদের বেকারিগুলো বন্ধ হয়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে সমাধান পেতে গত ১১ অক্টোবর সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল। কিন্তু প্রতিকার হয়নি। তাই এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে জেলার সব বেকারি মালিক অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মিলন রহমান/এআরএ/আরআইপি