ফরিদপুরে নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে কারাদণ্ড


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৫ অক্টোবর ২০১৫

ফরিদপুরের নগরকান্দায় ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ২ টায় নগরকান্দা বাজারের মাহাবুব ড্রাগ হাউজের মালিক মাহবুবুর রহমানকে নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অপরাধে নগরকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে হাজির করে নগরকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান। এ সময় আসামিকে ৪ সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল আজিজ।

এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা বাজারের মাহবুব ড্রাগ হাউজ থেকে মাহবুবকে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৩৯ পিস অনাগ্রা ও সানাগ্রা ট্যাবলেটসহ গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ।

এসএম তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।