সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজনের দাবি


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০১৫

সিলেট বিভাগীয় আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘চেইজ বিগিনস’ নামক সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৩টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের পর্দা ওঠছে আগামী ২০ নভেম্বর। যদিও ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। দেশের সবচেয়ে আড়ম্বরপূর্ণ, ব্যয়বহুল ও তারকায় ঠাসা এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইটি ভেন্যু নির্ধারণ করেছে। সেখানে জায়গা হয়নি সিলেটের! এর প্রতিবাদে ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে চেইজ বিগিনস’র সভাপতি শাকিল জামান বলেন, এশিয়ার অন্যতম নান্দ্যনিক ও সৌন্দর্যমণ্ডিত ক্রিকেট স্টেডিয়াম সিলেটে। এই স্টেডিয়ামের নির্মাণের সময় থেকেই এখানে বেশি করে ম্যাচ আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাদের আশ্বাসের বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না।

ছামির মাহমুদ/আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।