লকডাউন আরও শিথিল হচ্ছে কাতারে, খুলছে অফিস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৯ জুন ২০২০

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের কড়াকড়ি আরও শিথিল করছে কাতার। আগামী মাস থেকেই সেখানে ফের খুলে দেয়া হচ্ছে সব রেস্টুরেন্ট, সৈকত ও পার্ক।

কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে ৭৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪১৩ জন, মারা গেছেন ১১০ জন।

উপসাগরীয় ছয়টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। লক্ষাধিক রোগী নিয়ে তাদের ওপরে কেবল সৌদি আরব।

রোববার কাতারের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ কমিটি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছানোর পর ইতোমধ্যেই আক্রান্তের হার কমতে শুরু করেছে। এ কারণে কড়াকড়ি আরও শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১ জুলাই থেকে সীমিত ধারণক্ষমতার শর্তে ফের খুলে দেয়া হচ্ছে সব সৈকত, পার্ক ও রেস্টুরেন্ট। জনসমাবেশস্থলগুলোতে সর্বোচ্চ পাঁচজনকে একসঙ্গে সমবেত হওয়ার অনুমতি দেয়া হবে।

সব সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ কর্মীর উপস্থিতিতে আবারও তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

উপসাগরীয় অন্য দেশগুলোর মতো কাতারেও নিম্নআয়ের অভিবাসী শ্রমিকদের মধ্যে করোনা ছড়িয়েছে বেশি। তবে মহামারি নিয়ন্ত্রণে অন্যদের মতো কারফিউ দেয়নি দেশটি। চলতি মাসেই কিছু সংখ্যক ফ্লাইট চালু ও কয়েকটি মসজিদ ফের খুলে দিয়েছে কাতার কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।