টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ ছক্কার মালিক মিসবাহ


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৫ অক্টোবর ২০১৫

টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন মিসবাহ-উল-হক। দুবাই টেস্টে তার সামনে ছিলেন ৬০টি ছক্কা হাঁকানো ইউনিস খান। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে তার সতীর্থ ইউনিস খানকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক বনে যান মিসবাহ।

৬০টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইউনিস। আর মিসবাহর ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬৪-তে।তবে সব দেশ মিলিয়ে ১০০ ছক্কা হাঁকিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক এডাম গিলক্রিস্ট। এই তালিকায় বিশ্বের মধ্যে ১৮ তম স্থানে রয়েছেন মিসবাহ।

টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক (শীর্ষ পাঁচ):

খেলোয়াড়         ম্যাচ   ইনিংস   ছক্কা   চার

মিসবাহ-উল-হক    ৬০    ১০৪    ৬৪   ৪২৯

ইউনিস খান       ১০৩   ১৮৪    ৬০   ৯৭১

ওয়াসিম আকরাম    ১০৪   ১৪৭     ৫৭   ৩২৪

ইমরান খান       ৮৮    ১২৬    ৫৫   ৩১৬

শহিদ আফ্রিদি       ২৭    ৪৮    ৫২    ২২০

আরটি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।