ভ্রমণকারীদের ওপর কোয়ারেন্টাইনের নীতি তুলে নিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৭ জুন ২০২০

কিছুদিন আগেই ব্রিটেনে পা রাখলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সম্প্রতি দেশটিতে এই বিধি-নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দেশে কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকি কম সেসব দেশের ভ্রমণকারীরা ব্রিটেনে পৌঁছালে তাদের আর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

ব্রিটেনের বাইরে ভ্রমণের ক্ষেত্রেও কড়াকড়ি কিছুটা শিথিল করা হচ্ছে। একই সঙ্গে ব্রিটেনের নাগরিকদের বেশ কিছু দেশ ও অঞ্চলে ভ্রমণের অনুমতিও দেওয়া হচ্ছে।

ব্রিটেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কড়াকড়ি কিছুটা শিথিল করা হচ্ছে যেন এই গ্রীষ্মে ব্রিটেনের লোকজন বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন।

অপরদিকে, কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনা করে বিভিন্ন দেশকে সবুজ, হলুদ এবং লাল এই তিনটি ভাগে ভাগ করবে একটি বিশেষজ্ঞ প্যানেল।

সবুজ এবং হলুদ দলে থাকা দেশগুলো থেকে যেসব ভ্রমণকারী ব্রিটেনে প্রবেশ করবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে লাল দলে থাকা দেশের ভ্রমণকারীরা অবশ্যই এই নীতির বাইরে থাকবেন।

এক সরকারি মুখপাত্র বলেছেন, আমাদের এই নতুন বিধি-নিষেধ বিশ্বজুড়ে একটি নিরাপদ ভ্রমণ রুট তৈরি করবে। তবে কোনো ধরনের ঝুঁকি তৈরি হলে আমরা এই নিয়মের ব্যতিক্রম করতে দু;বার ভাববো না।

তিনি জানিয়েছেন, যেসব দেশ লাল তালিকাভুক্ত থাকবে তাদের জন্য কোনো বিধি-নিষেধ বদলাবে না। তাদের আগের নীতিই অনুসরণ করতে হবে।

গত ৮ জুন নতুন করে এই কোয়ারেন্টাইন নীতি চালু করে ব্রিটেন। ফলে বিভিন্ন এয়ারলাইন্স, বিমানবন্দর এবং পর্যটন সংস্থার সমালোচনার মুখে পড়ে তারা।

কোন দেশ লাল, হলুদ বা সবুজ ক্যাটাগরিতে থাকবে সে বিষয়টি আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ব্রিটেন বলছে, তারা এ বিষয়টি নিয়ে ফ্রান্স, গ্রিস এবং স্পেনের সঙ্গে আলোচনা করতে চায়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।