উত্তরের নৌকা লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার গুলি


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৫ অক্টোবর ২০১৫

অডিও শুনুন

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী দেশটির সমুদ্রসীমায় প্রবেশের অভিযোগে উত্তর কোরিয়ার নৌকা লক্ষ্য করে গুলি ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার উত্তর কোরিয়ার একটি টহল নৌকা সমুদ্রসীমা অতিক্রম করলে সেটি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। ইয়েলো সি’র সমুদ্রসীমা নিয়ে উত্তর কোরিয়া আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে। এর আগেও উত্তর কোরিয়া এই সীমা অতিক্রম করে।

গত বছরের অক্টোবরেও ইয়নপিয়ং দ্বীপের কাছে দুই দেশের জাহাজের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এমন এক সময়ে এ ঘটনাটি ঘটলো যখন দুই দেশ ১৯৫০-৫৩ সালের কোরিয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর একটি পুনর্মিলন আয়োজন করেছে। গত পাঁচ বছরের মধ্যে এটি ছিল দ্বিতীয় পুনর্মিলন।

তবে উত্তর কোরিয়ার কর্মকর্তারা দেশটির বার্তা সংস্থা কেসিএনএ কে বলেন, সমুদ্র এলাকায় নিয়মিত টহলে নিয়োজিত ছিল ওই নৌকাটি। গত ফেব্রুয়ারি মাসেও একই এলাকায় সমুদ্রসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।