সাংসদ লিটনের জামিন নামঞ্জুর
শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জেলে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান রোববার বেলা ১১টা ৫০মিনিটে জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, ২১ অক্টোবর এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে দুটি মামলায় জামিন আবেদন করলে বিচারক মো. মাইনুল হাসান ইউসুুফ রোববার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ওই আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জামিনের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
তিনি আরও জানান, আদালত চলছে। এরপরেই বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন শুনানি শেষে বিচারক আদেশ দেবেন। জামিন শুনানির সময় এমপি লিটন আদালতে উপস্থিত ছিলেন না।
কোর্ট ইন্সপেকটর মো. এনামুল হক জানান, শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ৩০৭ ও ৩২৬ ধারা রয়েছে। তাই এমপি লিটনের জামিন আবেদনের বিরোধিতা করা হলে জামিন নামঞ্জুর করা হয়।
অমিত দাশ/এমজেড/পিআর