পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমিরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৬ জুন ২০২০

পাকিস্তানের খ্যাতিমান ধর্মীয় ব্যক্তিত্ব এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের সাবেক আমির সাইদ মুনাওয়ার হাসান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে স্থানীয় সময় শুক্রবার এই নেতার মৃ্ত্যু হয়। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত কয়েক সপ্তাহ ধরেই তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪১ সালের আগস্টে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন মুনাওয়ার হাসান। এরপর ১৯৪৭ সালে পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান তিনি। পরবর্তীতে করাচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে তার পরিবার।

২০০৯ সালে ৭০ শতাংশ ভোট পেয়ে প্রথমবার জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৩ সালে সাধারণ নির্বাচনের পর দলের ভরাডুবির পর দলীয় সমর্থকদের কাছে জনপ্রিয়তা হারান মুনাওয়ার হাসান। এরপরেই তিনি দায়িত্ব থেকে অবসর নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, প্রেসিডেন্ট আরিফ আলভি, জামায়াতে ইসলামীর বর্তমান প্রধান সিরাজুল হক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী, বিরোধী নেতা শেহবাজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।