চট্টগ্রামে লরির ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৫ অক্টোবর ২০১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে লরির ট্যাংকে পড়ে সুমন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আনিস (৩৫) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত উপজেলার ভাটিয়ারিতে খাজা আজমির অয়েল ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এএসআই পংকজ বড়ুয়া জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারিতে খাজা আজমির অয়েল নামে একটি ডিপোতে কাজ করার সময় দুই শ্রমিক লরির ট্যাংকে পড়ে যান। সাধারণত ট্যাংকগুলোর মাধ্যমে পোড়া তেল বহন করা হতো। খালি ট্যাংকগুলোতে পড়ে গ্যাসে আক্রান্ত হয়ে সুমন মারা যান । আনিস বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জীবন মুছা/ জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।