সিরাজগঞ্জে ট্রেনের চালককে মারপিট : ২ পুলিশ প্রত্যাহার
সিরাজগঞ্জে ট্রেনের চালক ও গার্ডকে মারপিট করার অভিযোগে জিআরপি পুলিশের এক কর্মকর্তা ও অপর কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জ জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজিবর রহমান ও কনস্টেবল আবুল কালামকে প্রত্যাহার করে নেন সৈয়দপুর জিআরপি পুলিশের পুলিশ সুপার সিদ্দিক তানজিনুর রহমান।
সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জাগো নিউজকে জানান, রোববার সকালে সৈয়দপুর জিআরপি পুলিশ সুপার তাদের প্রত্যাহার করার আদেশ তিনি পেয়েছেন। প্রত্যাহার করার পুলিশদের সৈয়দপুরে রিপোর্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার চাপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনগামী ট্রেনটি সন্ধ্যার একটু আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে জিআরপি পুলিশ একটি মরদেহ তোলার জন্য ট্রেনটি থামাতে বলে। এজন্য জিআরপি পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়। এ নিয়ে ট্রেনের স্টাফ ও জিআরপি পুলিশের মধ্যে কথাকাটাটির ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহটি ট্রেনে উঠানো হয়।
রাত আটটার দিকে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছার পর ট্রেন থেকে নামার পরই অতর্কিত জিআরপির ৬/৭জন পুলিশ ট্রেনের সহকারী চালক ও গার্ডকে কিল, ঘুষি ও লাথি মারেন। এমনকি সহকারী চালককে মরদেহের উপর ফেলেও মারপিট করা হয়। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ করা হলেও ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চালকরা রোববার ভোর থেকে ট্রেন চলাচল শুরু করেন। এ ঘটনার জের ধরেই ২ পুলিশকে প্রত্যাহার করা হয়।
বাদল ভৌমিক/এমজেড/আরআইপি