আজকের সাধারণ জ্ঞান : ২৫ অক্টোবর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত গিরিপথ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : সিম্পলন গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : সুইস আল্পস।
২. প্রশ্ন : সিম্পলন গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৬,৫৯৫ ফুট।
৩. প্রশ্ন : বোলান গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : পাকিস্তান।
৪. প্রশ্ন : বোলান গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৫,৮৮০ ফুট।
৫. প্রশ্ন : শীপকা গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : বুলগেরিয়া।
৬. প্রশ্ন : শীপকা গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৪,৩০০ ফুট।
৭. প্রশ্ন : খাইবার গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তান।
৮. প্রশ্ন : খাইবার গিরিপথের উচ্চতা কত?
উত্তর : ৩,৮৭৩ ফুট।
৯. প্রশ্ন : এশিয়া মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : এভারেস্ট।
১০. এভারেস্টের উচ্চতা কত?
উত্তর : ৮,৮৪৮ মিটার।
১১. প্রশ্ন : আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : কিলিমাঞ্জারো।
১২. প্রশ্ন : কিলিমাঞ্জারোর উচ্চতা কত?
উত্তর : ৫,৯৬৩ মিটার।
১৩. প্রশ্ন : ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : মাউন্ট এলব্রাস।
১৪. প্রশ্ন : মাউন্ট এলব্রাসের উচ্চতা কত?
উত্তর : ৫,৬৩৩ মিটার।
১৫. প্রশ্ন : উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : ম্যাককিনলে।
১৬. প্রশ্ন : ম্যাককিনলের উচ্চতা কত?
উত্তর : ৬,১৯৪ মিটার।
১৭. প্রশ্ন : দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর : অ্যাকনকাগুয়া।
১৮. প্রশ্ন : ওশেনিয়া মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উত্তর : পুঙ্কাকজায়া।
১৯. প্রশ্ন : পুঙ্কাকজায়ার উচ্চতা কত?
উত্তর : ৪,৮৮৪ মিটার।
২০. প্রশ্ন : অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ও তার উচ্চতা কত?
উত্তর : ভিনসন ম্যাসিফ, উচ্চতা ৪,৮৯৭ মিটার।
এসইউ/পিআর