ইসরায়েলকে ভূমি দখলের পরিকল্পনা বাতিলের আহ্বান জাতিসংঘ-আরব লিগের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২৪ জুন ২০২০

ইসরায়েলকে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা দখলের নতুন পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ, আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলেও সতর্ক করা হয়েছে দেশটিকে।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েলের এ ভূমিদখল দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং সমঝোতার সম্ভাবনাও হ্রাস করবে। এ কারণে আমি ইসরায়েলি সরকারকে এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাই।

বিজ্ঞাপন

এদিন গুতেরেসের আহ্বানে সমর্থন জানান বৈঠকে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও পররাষ্ট্রমন্ত্রীরা।

আরব লিগের প্রধান আহমেত আবুল ঘেইত বলেন, ইসরায়েলি জোর-জবরদস্তির কারণে গত তিন দশক ধরে সত্যিকারের শান্তি স্থাপন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন অধরাই রয়ে গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ইসরায়েলের নতুন করে জমি দখলের প্রক্রিয়া এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্বনেতারা।

আগামী ১ জুলাই থেকে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার অংশ বিশেষ দখল নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

তবে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে এমন কর্মকাণ্ডের কারণে আইনি ও অর্থনৈতিক জটিলতায় পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিদূত নিকোলাই ম্লাদেনভ। ইসরায়েলের এমন কাজে ইউরোপীয় ইউনিয়নও বিরোধিতা করছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন ইউরোপের ২৫টি দেশের এক হাজারেরও বেশি সংসদ সদস্য ইসরায়েলের জমি দখল পরিকল্পনার বিরোধিতা করে একটি চিঠিতে স্বাক্ষর করেন। এধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং দ্বি-রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সুরক্ষার আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: আল জাজিরা

কেএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।