পশ্চিমবঙ্গে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৪ জুন ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের মেয়াদ আগামী ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার রাজ্যে সর্বদলীয় এক বৈঠক শেষে লকডাউন বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে এবারে লকডাউনে বেশ কিছু শিথিলতা আনা হয়েছে।

৩ ঘণ্টার সর্বদলীয় বৈঠক শেষে মমতা বলেন, কোভিড-১৯ সমস্যার বিস্তার ঘটছে। চলুন আগামী ৩১ জুলাই পর্যন্ত বিধি-নিষেধের সঙ্গে লকডাউন বৃদ্ধি করে নিয়ন্ত্রণের চেষ্টা করি। লকডাউনের এই সময়ে রাজ্যের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভারতের এই রাজ্যে বুধবার একদিনে নতুন করে ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।

তবে আক্রান্তদের মধ্যে এখন চিকিৎসাধীন আছেন মাত্র ৪ হাজার ৮৯০ জন। এছাড়া এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯১ জন।

বৈঠকে করোনাভাইরাসে আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অন্যান্য রোগীরা মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে বৈঠকে সব রাজনৈতিক দল একমত পোষণ করেন।

মমতা বন্দোপাধ্যায় বলেন, এই সঙ্কটের সমাধান করা দরকার। প্রাইভেট হাসপাতালগুলোকে বোর্ডে নেয়া হবে। রাজ্যে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার ফি কমিয়ে নির্ধারণ করে দেয়া হবে বলে জানান মমতা।

তিনি বলেন, মহারাষ্ট্র এবং দিল্লি একই কাজ করেছে। আমাদেরও এটা করা উচিত। সব দল এটা দাবি করেছে। এটা ব্যবসা করার সময় নয়। এখন মহামারি চলছে, এই সময়ে সেবার মানসিকতা নিয়ে হাসপাতালগুলোকে কাজ করতে হবে। রাজ্যের মুখ্যসচিব এসব বিষয় দেখাশোনা করবেন।

সূত্র: এনডিটিভি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।