মিজোরামে পরপর ৪ দিন ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৪ জুন ২০২০

ভারতের মিজোরাম রাজ্যে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এ নিয়ে টানা চারদিন ভূমিকম্প আঘাত হানল মিজোরাম রাজ্যে।

রোববার প্রথম ভূমিকম্প অনুভূত হয় মিজোরামে। এরপর সোম ও মঙ্গলবারও ভূমিকম্প হয়। সর্বশেষ আজ বুধবারও ভূমিকম্প অনুভূত হলো।

রাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, বুধবার সকাল ৮টা ২ মিনিটে রাজ্যের চম্ফাই শহরের ৩১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমাংশে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত তিনদিনের ভূমিকম্পে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বেশকিছু জায়গায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার মিজোরাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন অধিদফতর জানায়, ভূমিকম্পে কমিউনিটি হল, গির্জাসহ বেশকিছু দালানের ছাদ ভেঙে পড়েছে ও কিছু দালানের দেয়ালে ফাটল ধরেছে। এছাড়া পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।