দক্ষিণের বিরুদ্ধে সামরিক অ্যাকশনে যাওয়া থেকে সরে এল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৪ জুন ২০২০

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণে পাড়ি জমানো নাগরিকরা বেলুন এবং ড্রোন ব্যবহার করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দুই দেশের বেসামরিক এলাকায় সেনা পাঠানোর হুমকি দেন তিনি। তার এ নির্দেশের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী।

তার এই হুমকির পর গত শুক্রবার দেশটির কায়েসং শহরের সীমান্ত এলাকায় যৌথ লিয়াজোঁ অফিসে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া।

তবে দেশটির রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বেসামরিক এলাকায় সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে কোরীয় দ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ং ও দেশটির গোয়েন্দাবাহিনীর প্রধান সুহ হুনকে বিশেষ দূত হিসেবে পাঠানোর প্রস্তাব দিয়ে পিয়ংইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানান। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই প্রস্তাবকে ‌কৌশলহীন ও অকল্যাণকর বলে প্রত্যাখ্যান করেছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।