এমসিএলে শাহরুখ-সঞ্জয়


প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছাড়াও গতবার দল কিনেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল টোবাগো অ্যান্ড ত্রিনিদাদ রেড স্টিল। এবার শোনা যাচ্ছে মাষ্টার্স ক্রিকেট লিগেও (এমসিএল) দল কিনতে যাচ্ছেন কিং খান।

শুধু শাহরুখই নন, তার সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক বলিউড তারকা সঞ্জয় দত্ত। ১৯৯৩ এর মুম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলে থাকায় দলটির দেখাশোনা করছেন তার স্ত্রী মান্যতা।

এমসিএলের প্রধান নির্বাহী পরিচালক স্যাম খান বলেন, গত তিন বছর ধরে এই লিগ নিয়ে কাজ করছি। শাহরুখ খান একটি দল কিনছেন। সঞ্জয় এবং তার স্ত্রী মান্যতা আরএকটি দল কিনছেন। এছাড়া আগ্রহ দেখিয়েছেন সোহেল খানও।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মান্যতা বলেন,  খেলাধুলো নিয়ে আমাদের পরিবারে যথেষ্ট উৎসাহ রয়েছে। সঞ্জয়ও ছোটবেলা থেকে এ ব্যাপারে অনুরক্ত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সঞ্জয়ের অনুপস্থিতিতে গোটা ব্যাপারটি দেখাশোনা করবে একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

উল্লেখ্য, এমসিএলে খেলবেন অবসরে চলে যাওয়া সাবেক ক্রিকেটাররা। আগামী ২৬ জানুয়ারী থেকে এই লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি এবং শারজাতে।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।