হোসনি দালানে বোমা হামলা: আইএসের দায় স্বীকার


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৪ অক্টোবর ২০১৫

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক চরমপন্থী পর্যবেক্ষণ সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সানজুম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জন আহত হয়েছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পরে আইএস ‘দায় স্বীকার’ করে বার্তা দেয় বলে জানিয়েছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

এআর/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।