২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর এরই ধারাবাহিকতায় ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার সাত গ্রামে প্রায় ১৭ কিলোমিটার পল্লি বিদ্যুতের সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে বিএনপির চেয়ারপারসন দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। এরই ধারাবাহিকতায় দেশের মানুষের শান্তি বিনষ্ট করতে একের পর এক হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, পল্লি বিদ্যুতায়ন বোর্ডের স্থায়ী কমিটির সদস্য সুনিল চন্দ্র দে, জেলা পরিষদ প্রশাসক খান মোশারেফ হোসেন প্রমুখ।
সভা শেষে ফলক উন্মোচন করে বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এই বিদ্যুৎ লাইন নির্মাণের ফলে দুমকি উপজেলার শ্রীরামপুর, পাতাবুনিয়া বাজার, জলিসা, সাতানী, রুপাশিয়া, অঙ্গারিয়া ও বাহেরচর গ্রামের ৮৫০টি পরিবার বিদ্যুতের আলো পাবে।
এআরএ/পিআর