ভারতে একদিনেই আক্রান্ত ১৫৩৭২, মৃত্যু ৪২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২২ জুন ২০২০

অডিও শুনুন

ভারতে রোববার নতুন করে আরও ১৫ হাজার ৩৭২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একদিনের হিসাবে এটাই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এছাড়া এই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু চারশত অতিক্রম করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২৩ জন মারা গেছেন করোনায়। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩ হাজার ৬৯৫ জনে। আর মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৬ হাজার ৯১০ জনে।

তবে নতুন সংক্রমণ ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৩২ হাজার ৭৫ জন।

রোববার নতুন করে আরও ১৮৭ জন মারা যাওয়ায় মহারাষ্ট্রে এই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার অতিক্রম করল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ১৭০ জন।

মুম্বাইয়ে নতুন করে আরও এক হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১০ জন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৩০ জন। আর মৃত ৬৩ জন। এ নিয়ে রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৯ হাজার ৭৪৬ জনে, মৃত ২ হাজার ১৭৫ জন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।