গৃহবধূ জ্যোতি হত্যা : মামলা তুলে নিতে হুমকি


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৪ অক্টোবর ২০১৫

নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূ জ্যোতি হত্যার ঘটনায় মামলা করে হুমকির মুখে পড়েছেন বাদী ও তার পরিবার। মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারের সকলকে হত্যা করা হবে হুমকি দেয়া হচ্ছে। শনিবার দুপুর ১২টার দিকে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জ্যোতির মা এ সকল অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের ১৮ জানুয়ারি শহরের উত্তর বড়গাছা এলাকার ফজের আলীর ছেলে রাসেল রনির সঙ্গে আব্দুল জলিলের মেয়ে জ্যোতির বিয়ে হয় । বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই জ্যোতির স্বামী রাসেল রনি ও তার পরিবারের সকলে আরো যৌতুকের দাবিতে জ্যোতিকে নির্যাতন করে আসছিল।

এরই এক পর্যায়ে গত ২৮ ফেব্রুয়ারী জ্যোতিকে নির্যাতন করে হত্যা করা হয়। সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত ও সাক্ষীদের ভাষ্যমতে জ্যোতিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তা প্রমাণিত হলেও শুধু স্বামী রাসেল রনি ও তার বাবা ফজের আলী ছাড়া কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে প্রভাবশালী বাকী ৮ জন অভিযুক্তকে দীর্ঘদিনেও আটক না করায় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে বাদীকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদীকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এ ব্যাপারে সংবাদ সম্মেলন থেকে বাদী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

রেজাউল করিম রেজা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।