মিজোরামে ভূমিকম্প, কাঁপল দেশের পূর্বাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২১ জুন ২০২০
প্রতীকী ছবি

বাংলাদেশের পূর্বে ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এতে কেঁপেছে দেশের পূর্বাঞ্চলও।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে এটি মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূতলের ৪০ কিলোমিটার গভীরে।

ভারতীয় সংবাদমাধ্যমে এখনো এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে বাংলাদেশের পূর্বাঞ্চলের কিছু এলাকায়ও এর কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।