মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার
মালদ্বীপের প্রেসিডেন্টকে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উমার নাসির এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
টুইটার বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্টকে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের বিরুদ্ধে উচ্চ বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত মাসে সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। হুলহুল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে স্পিডবোটে করে রাজধানী মালেতে ফিরছিলেন তিনি। এ সময় হঠাৎ ওই স্পিডবোটে বিস্ফারণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তার স্ত্রী ফাতিমাথ ইব্রাহিম ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা আহত হয়।
গত কয়েকবছর ধরে মালদ্বীপে চরম রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। দেশটির পুলিশের একজন কর্মকর্তা ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশ সফর শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসআইএস/পিআর