তীব্র ঝড়েও বিমান মোকাবেলা করলেন চালক (ভিডিও)


প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৪ অক্টোবর ২০১৫

মেক্সিকো উপকূলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন `প্যাট্রিসিয়া` আঘাত হেনেছে। হারিকেনের প্রভাবে দেশটির পশ্চিমাঞ্চলে জালিস্কো প্রদেশে ব্যাপক ভূমিধসের ঘটনাও ঘটেছে। এই হারিকেনের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার ছিল বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

তীব্র এ গতিতে (৩শ` কিমি) ধেয়ে আসা ঝড়ের সময় যখন কোনো কিছুই ঠিকভাবে স্থির থাকতে পারছে না। ঠিক এই সময়ে ঘটেছে একটি বিস্ময়কর ঘটনা। আকাশে মেঘের ভেলা কাটিয়ে উড়ছে একটি উড়োজাহাজ। হঠাৎ সামনে থেকে ধেয়ে আসছে ৩০০ কিলোমিটার গতিবেগের ঝড়!

মেঘকে না হয় পাস কাটিয়ে নেওয়া যায়, কিন্তু কিভাবে এই রকম প্রচণ্ড শক্তিশালী ও দ্রুতগতির ঝড়ের মোকাবেলা করবেন চালক। এ রকম প্রশ্ন জাগতে পারে অনেকেরই মনে। তবে বিমান চালকের দক্ষতায় বেঁচে গেলেন যাত্রীরা।  

বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিস বলছেন, এই ঘুর্ণিঝড়ের বাতাসের গতি এতটাই তীব্র ছিল যে তা একটি বিমানকে আকাশে তুলে উড়ন্ত অবস্থায় রেখে দিতে পারে। হারিকেন প্যাট্রিসিয়া ফিলিপাইনের টাইফুন হাইয়ানের মতই শক্তিশালী। টাইফুনের তাণ্ডবে ২০১৩ সালে  অন্তত এক হাজার মানুষের প্রাণহানি ঘটে।



এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।