পর্যটনের উন্নয়নে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে : মেনন


প্রকাশিত: ০৮:২১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটনের উন্নয়ন কেবল সরকারের দায়িত্ব নয় এ বিষয়ে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। তাহলে বেশি বেশি কর্মসংস্থান তৈরি হবে।

শনিবার সিরডাপ মিলনায়তনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অব বাংলাদেশ আয়োজিত ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ শীর্ষক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, দেশে সবচে বেশি কর্মসংস্থান তৈরি করে পর্যটন খাত। অন্য কোন খাতে এত বেশি কর্মসংস্থানের সুযোগ নেই। এই খাতের উন্নয়ন হলে কর্মসংস্থানের অভাব থাকবে না।
 
২০৩০ সালের মধ্যে স্মল ডেভোলাপমেন্ট গোল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা ওই লক্ষ্যমাত্রা অর্জনে বিরাট ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খান মেনন।

ফোরামের সভাপতি নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আকতারুজ্জামান খান কবির প্রমুখ।

আরএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।