বাংলাদেশে উন্নয়নে সুশাসন জরুরি : গভর্নর
বাংলাদেশের উন্নয়নের জন্য সুশাসন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে দেশের অর্থনীতিবিদদের দিনব্যাপী সমাবেশে তিনি একথা বলেন।
আতিউর রহমান বলেন, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। তবে আরো এগিয়ে যেতে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সুশাসনের জন্য নীতি ও আইন পরিপালন জরুরি।
গভর্নর বলেন, অনেক সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা হয়। সেটি ভালো নয়। বিশেষ করে আর্থিক, পুঁজিবাজার খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে নানা সময় প্রভাবিত করা হয়। এটি বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান কেবল সুশাসন নিশ্চিত করতে পারে। এসময় রাষ্ট্রীয় কাঠামোর বিচার বিভাগেও সুশাসন জরুরি বলে মত দেন তিনি।
বাংলাদেশ অর্থনীতিবিদ ফোরাম দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
এসএ/জেডএইচ/আরআইপি