বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : ডিএমপি কমিশনার
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নাশকতা সৃষ্টির জন্যই হামলা চালানো হয়েছে। তবে এটি জঙ্গি হামলা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, পুরো এলাকায় আগে থেকে ক্লোজ সার্কিড (সিসি) টিভি ক্যামেরা বসানো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সব সেক্টর তদন্ত কাজ করে যাচ্ছে। আশা করি হামলাকারীরা শনাক্ত হবে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, শনিবার নির্দিষ্ট সময়েই তাজিয়া মিছিল বের হবে। এর নিরাপত্তায় কাজ করবেন র্যা ব, পুলিশ ও বিজিবির সদস্যরা। বাংলাদেশ অসাম্প্রাদায়িক দেশ। এখানে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। বোমা হামলা বিচ্ছিন্ন ঘটনা। আশা করি (আজ) শনিবারের তাজিয়া মিছিলে কোনো সমস্যা হবে না।
উল্লেখ্য, শুক্রবার রাত আড়াইটার দিকে রাজধানীতে মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণে সানজু নামে এক কিশোর নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
এআর/জেডএইচ/আরআইপি