এক-তৃতীয়াংশ শেয়ার পাবেন টুইটার কর্মীরা


প্রকাশিত: ০৩:২১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

টুইটারে কর্মীদের এক-তৃতীয়াংশ শেয়ার দেবেন প্রতিষ্ঠানটির সিইও জ্যাক ডরসি। এক বিবৃতিতে ডরসি বলেছেন, ‘আমাদের কর্মীদের মধ্যে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা থেকেই এ উদ্যোগ।’ কর্মীদের দেয়া এ শেয়ারের পরিমাণ দাঁড়াবে কোম্পানির মোট শেয়ারের ১ শতাংশ যা সংখ্যায় ১৯ কোটি ৭০ লাখ ডলার।

ডিক কস্তোলো সিইও পদ থেকে পদত্যাগ করার পর গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব নেন ডরসি। এর পর প্রতিষ্ঠান পুনর্গঠনে বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেন তিনি। কর্মীদের সঙ্গে শেয়ার ভাগাভাগির বিষয়টিও এর অন্তর্ভুক্ত।

তবে ডরসি একদিকে যেমন কর্মীদের সঙ্গে নিজের শেয়ার ভাগাভাগি করছেন, অন্যদিকে প্রতিষ্ঠানটি তাদের কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। প্রতিষ্ঠানটি ৮ শতাংশ বা ৩৩৬ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় গত সপ্তাহে।

উল্লেখ্য, নতুন চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে টুইটার নিজেদের নতুন করে সাজানোর চেষ্টা করছে। আর কর্মীদের সঙ্গে ডরসির শেয়ার ভাগাভাগির সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।