শাহজালালে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২শ’ ১০ গ্রাম স্বর্ণ উদ্ধারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ (প্রিভেনটিভ দল)। আটককৃতের নাম হরপ্রিত সিং (২৯)।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে থাইল্যান্ড এয়ারওয়েজের একটি বিমানে শাহজালালে অবতরণের পর তল্লাশিকালে স্বর্ণসহ আটক হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার(এসি) শহীদুজ্জামান সরকার। তিনি জাগো নিউজকে জানান, আটক ওই ভারতীয় নাগরিক থাই এয়ারওয়েজের একটি বিমানে (পিজি-৭৪৫) শাহজালালে অবতরণ করেন।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। এসময় তার জুতার ভেতর থেকে ১ কেজি ২শ’ ১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জেইউ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।