আইপিইউ`র ১৩৬তম সম্মেলন বাংলাদেশে


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

২০১৭ সালের মার্চ মাসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ-এর ১৩৩ম সম্মেলনে যোগদান শেষে বাংলাদেশে ফিরে এ কথা জানান প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের পার্লামেন্টসমূহের শীর্ষ সংগঠন আইপিইউ-এর সম্মেলন বাংলাদেশে আয়োজনের বিষয়টি অত্যন্ত গৌরব ও সম্মানের।
 
ইতোমধ্যে ২০১৪ সালের অক্টোবরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর নির্বাহী কমিটির চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউ-এর প্রেসিডেন্ট হিসেবে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছে। যা দেশ ও জাতির জন্য বিরল সম্মানের।
 
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে আইপিইউ-এর ১৩৬তম এসেম্বলির আয়োজক হওয়ার বিষয়ে সদ্য সমাপ্ত অধিবেশনে বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করা হলে তা গৃহীত হয়।
 
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। এর পাশাপাশি বিভিন্ন স্থায়ী কমিটি বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থ ও বাণিজ্যসহ জাতিসংঘ সম্পর্কিত বিষয়সমূহের উপর আলোচনা ও সুপারিশ করে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।