জামায়াত দেশের স্বাধীনতা চায়নি : রেলপথ মন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, জামায়াত-শিবির ধর্মের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ধোকা দেয়। জামায়াত দেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের শক্র। তারা ইসলামের জন্য কিছুই করে নাই, তারা ক্ষমতায় থাকাকালে মসজিদ- মন্দিরের টাকা লুটপাট করেছিল। জামায়াত-শিবিরের ক্যাডাররা পেট্রল বোমায় মানুষ হত্যা করেছে। বিএনপি -জামায়াত ক্ষমতায় এসে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জন্য কাজ করে, এখন দেশে খাদ্যের অভাব নেই।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের পায়ের খোলা এলাকায় ৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১১/৩৩ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান জাকির হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইঞা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, জসিম উদ্দিন, এম.মীর হোসন মীরু, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, কুমিল্লা পল্লী সমিতি- ২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম, বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসাইন, রোমেটেক্স গ্রুপের পরিচালক কামাল আহমেদ, জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা এবিএম এ বাহার, ভিপি মাহবুবুল ইসলাম। পরে সন্ধ্যায় মন্ত্রী একই উপজেলায় বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় বঙ্গবন্ধু পরিষদের কার্যালয় উদ্বোধন করেন।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি