প্রসাদের বোলিং তোপে শ্রীলঙ্কার লিড


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

ধাম্মিকা প্রসাদের বোলিং তোপে লিড পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মাত্র ২০০ রানে গুটিয়ে গিয়ে প্রসাদ ও পেরেরার দারুণ বোলিংয়ে ১৬৩ রানেই আটকে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
 
শুক্রবার মাঠ ভেজা থাকায় পি সারা ওভাল স্টেডিয়ামে খেলা শুরু হতে দেরি হয়। আগের দিনের ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ দিন তাদের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় ক্যারাবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ক্রেইগ ব্রেথওয়েইট। শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডার করেন ২১ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার পেসার ধাম্মিকা প্রসাদ। এছাড়া দিলরুয়ান পেরেরা ৩ উইকেট নেন ২৮ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৬ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে। তবে কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কৌশল সিলভা। এরপর মেন্ডিসকে হারিয়ে আবার চাপে পড়ে শ্রীলঙ্কা। কৌশল সিলভা ৩১ ও দিনেশ চান্দিমাল ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তারা।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।