ক্ষমতায় থাকলে দিনকে রাত করা যায় : এরশাদ


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় থাকলে দিনকে রাত করা যায়। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে মানুষ সরকারের সব ‘অপকর্ম’ ভুলে যাবে। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি-না-তা নিয়ে সন্দিহান।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘উপজেলা দিবস’ উপলক্ষে জাপা ওই সমাবেশের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, সরকার কেন স্থানীয় নির্বাচন দিচ্ছে তার উদ্দেশ্য জানি না। গ্রামাঞ্চলে নির্বাচনে কারচুপি করা কঠিন হবে। নির্বাচন সুষ্ঠু হলে সরকার অগ্নিপরীক্ষায় পাশ করবে। আর সকাল ৯টার মধ্যে নির্বাচন শেষ হয়ে গেলে পরীক্ষায় ফেল করবে।

এরশাদ অভিযোগ করে বলেন, দেশে এখন বিচারহীনতা চলছে। বিএনপি বা আওয়ামী লীগ কারও কাছেই সুবিচার পাননি। কোথাও সুবিচার পাইনি। তাই সিদ্ধান্ত নিয়েছি একলা নির্বাচন করবো।

এরশাদ আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় পাটিকে ধ্বংস করতে চেয়েছিল। এখন বিএনপির অস্তিত্ব ধ্বংসের মুখে।

এএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।