প্রতিমার মাথা গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

বগুড়ার নন্দীগ্রামে প্রতিমা বির্সজনের পরপরই এক মাদ্রাসা ছাত্র দুর্গা প্রতিমার মাথা পুকুর থেকে তুলে এনে গাছে ঝুলিযে রাখে। পরে নন্দীগ্রাম থানা পুলিশের ওসির হস্তক্ষেপে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঁনপুর হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, শুক্রবার দুপরে তারা গ্রামের একটি পুকুরে প্রতিমা বির্সজন দেন। এর কিছুক্ষণ পর একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্থানীয় আমড়া গোহাইল মাদ্রাসার ছাত্র নাঈমুল ইসলাম নাঈম (১৫) পুকুরে নেমে দুর্গা প্রতিমার মাথা পুকুর থেকে উঠিয়ে এনে পুকুর পাড়ের একটি গাছে ঝুলিয়ে রাখে। এ দৃশ্য দেখে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চরম উরেত্তজনা দেখা দেয়। হিন্দু সম্প্রদায়ের শত-শত নারী পুরুষ পুকুর পাড়ে সমবেত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়।

এদিকে এই খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল ঘটনাস্থলে যান। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল জানান, নাঈম নাবালক ছেলে। পুকুরে গোসল করতে গিয়ে পায়ের সাথে প্রতিমা আটকে যাওয়ায় বুঝতে না পেরে মাথাটি তুলে এনেছে। অন্যকোনো উদ্দেশ্য থাকলে তাকে অবশ্যই গ্রেফতার করা হতো। এ ঘটনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে সমঝোতা হয়েছে।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।