চার পার্বত্য জেলায় নির্মিত হবে সীমান্ত সড়ক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় শিগগিরই সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হবে। ৬৯৫ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণে ব্যয় হবে তিন হাজার তিনশ দুই কোটি টাকা। আগামী ১২ বছরের মধ্যে সীমান্ত সুরক্ষার কাজ শেষ হবে।
শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী বড় খাল ও ছোট খাল সেতু উদ্বোধন শেষে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ১৯৮৮ সালে সেনাবাহিনী কর্তৃক শুরু হয় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের কাজ। আর এ কাজ ২০১৭ সালে জুন মাসে শেষ হবে।
মেরিন ড্রাইভ সড়কের এ দুটি সেতু নির্মাণের ফলে পর্যটকরা কক্সবাজার থেকে অনায়াসে ইনানী বিচে যেতে পারবেন। এছাড়া সড়কের উপর থেকে সৈকতের সৌন্দর্য্য অবলোকন করতে পারবেন।
সেতুমন্ত্রী আরো বলেন, মহেশখালীর মাতারবাড়িতে এলজি প্ল্যান্ট ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ শুরু হবে চট্টগ্রামে কর্ণফুলী টানেলের কাজ। এছাড়া মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরও একটি মেরিন ড্রাইভ সড়কের পিজিবিলিটি স্টাডির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি কাজ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে আজিজনগর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকায় ২৪টা পয়েন্ট খুব বেশি ক্ষতিগ্রস্ত। শিগগিরই মিরসরাই এসবের সংস্কার কাজ শুরু হবে।
সেতু উদ্বোধন ও আলোচনা সভা শেষে মন্ত্রী চলে আসেন মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে। সেখানে সড়ক রক্ষায় সেনাবাহিনীর নতুন সংযোজন ট্রেটার পদ্ধতি পরিদর্শন করেন।
সেতু উদ্বোধন ও ট্রেটার পদ্ধতি পরিদর্শনকালে অন্যদের মধ্যে মেরিন ড্রাইভ সড়কের প্রকল্প পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ সরকারি পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি