উত্তর সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত : পাইলটের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৬ জুন ২০২০

উত্তর সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই বিমানের পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পাইলটের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খবর বিবিসির

ব্রিটেনের পূর্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে নিয়মিত অনুশীলনের সময় সোমবার স্থানীয় সময় সকালের দিকে মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি।

৪৮তম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল উইলিয়াম এল. মার্শাল বলেছেন, ‘এফ-১৫ সি ঈগলের পাইলটের অবস্থান জানা গেছে এবং তিনি মারা গেছেন। তবে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা পাইলটের নাম প্রকাশ করছি না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা ৪৮তম ফাইটার উইং কমিউনিটির জন্য বেদনার। আমরা পাইলটের পরিবার ও ৪৯৩তম ফাইটার স্কোয়াড্রনের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

এর আগে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, স্কারবোরোর দক্ষিণের ফ্লামবোরোর কাছে মার্কিন যুদ্ধ বিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।