ফ্রান্সে বাস-লরি সংঘর্ষে নিহত ৪২
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে লিবোর্ন শহরের পুইসেগুইন এলাকার কাছে ১২৩ নম্বর বিভাগীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।খবর বিবিসির।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিবোর্ন শহরের কাছে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৪১ জন যাত্রী ও লরির চালক নিহত হয়েছেন।
ফ্রান্সের স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলছে, দুর্ঘটনাকবলিত বাসটির অধিকাংশ আরোহী ছিলেন প্রবীণ, ছুটি কাটাতে ভ্রমণে যাচ্ছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানায়, সংঘর্ষের পরপরই বাস ও লরিতে আগুন ধরে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৯ জন যাত্রী ও একজন চালকসহ ছিলেন মোট ৫০ জন। যাত্রীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। দুর্ঘটনাস্থলের কাছেই একটি গ্রাম থেকে ওই বাসে করে তারা ঘুরতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লাগার আগেই আটজন যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন।
গ্রিসের এথেন্সে সফররত ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস, স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবহনমন্ত্রী শুক্রবারই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
উল্লেখ্য, গত ৩৩ বছরে ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতো মানুষের প্রাণহানির ঘটনা আর ঘটেনি। এর আগে ১৯৮২ সালে ফ্রান্সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫২ জন।
এআরএস/জেডএইচ/আরআইপি