উত্তর সাগরে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ জুন ২০২০
ফাইল ছবি

উত্তর সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট এখনও নিখোঁজ রয়েছেন। ব্রিটেনের পূর্ব ইয়র্কশায়ারের ফ্লামবোরো হেডের কাছে অনুশীলনের সময় সোমবার স্থানীয় সময় সকালের দিকে মার্কিন এই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

স্কাই নিউজ বলছে, স্কারবোরোর দক্ষিণের ফ্লামবোরোর কাছে মার্কিন যুদ্ধ বিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।

বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটকে খুঁজে পেতে সহায়তা করতে ব্রিটেনের উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যরা কাজ শুরু করেছে। ব্রিডলিংটন কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরুর তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে ওই যুদ্ধবিমানে শুধুমাত্র একজন পাইলট ছিলেন বলে মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে।

মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ বিমান এফ-১৫সি ইগল সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটে উত্তর সাগরে বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকঅ্যানহিথের ৪৮তম ফাইটার উইংয়ে নিয়োজিত ছিল বিমানটি। নিয়মিত অনুশীলনের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ব্রিটিশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।