কুড়িগ্রামে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শন


প্রকাশিত: ০৬:১২ এএম, ২৩ অক্টোবর ২০১৫

গত ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে এক জনসভায় জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ১৫টি কাজের প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ কর্মসূচির আওতায় শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান নির্মিতব্য কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শন করেন। এ ১৫টি প্রকল্পে ব্যয় হবে প্রায় ১শ কোটি টাকা।

কুড়িগ্রাম কলেজ মোড়স্থ এলাকায় ১৫ শতক জায়গায় গণপূর্ত বিভাগের অধীনে ২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মিত হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শাহনেওয়াজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রভাষক সাইফ উদ্দিন দুরুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল বাতেন সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান প্রমুখ।

নাজমুল হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।