ইইউ দেশগুলোর জন্য সীমান্ত খুলে দিচ্ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৪ জুন ২০২০

চীনের পর করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র ইউরোপে যেসব দেশের অবস্থা ছিল সবচেয়ে বিপর্যস্ত তার একটি হলো স্পেন। কিন্তু গত মাসের শেষ থেকে দেশটিতে ভাইরাসটির সংক্রমণ অনেকটা কমতে শুরু করে। ফলে লকডাউন শিথিল হয়। এবার ইইউ জোটভূক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুুলে দিচ্ছে স্পেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ আজ রবিবার বলেছেন, যোগাযোগ ব্যবস্থা পূর্বের মতো সচল করার লক্ষ্যে আগামী রোববার থেকে (২১ জুন) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর জন্য দেশের সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে।

তবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এক্ষেত্রে অবশ্য একটি ব্যতিক্রম থাকছে। কেননা ইইউভুক্ত হলেও প্রতিবেশী পর্তুগালের জন্য দেশের সীমান্ত এখনই খুলে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ জুলাইয়ের পর সীমান্ত লাগোয়া এই দেশটির মানুষ স্পেনে প্রবেশের অনুমতি পাবে।

দেশটির সরকার প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিল ১ জুলাই থেকে ইইউ দেশগুলোর মধ্যে চলাচল সম্পূর্ণরুপে চালু করবে। কিন্তু এখন এই সিদ্ধান্তের পরিবর্তন ঘটলো। তবে এখন আর ইইউভুক্ত না হওয়ায় (ব্রেক্সিট চূড়ান্ত রুপ পাওয়ায়) যুক্তরাজ্যের নাগরিকদের জন্য আপাতত স্পেনের সীমান্ত বন্ধ থাকছে।

করোনার বিস্তার রোধে ইউরোপের বেশিরভাগ দেশে কঠোর লকডাউন আরোপ করেছিল। বিবিসি বলছে, গোটা ইউরোপের মধ্যে স্পেনের লকডাউন ছিল সবচেয়ে কঠোর। তবে সংক্রমণ কমতে শুরু করায় স্পেন সরকার ঘোষিত চার ধাপে লকডাউন বিধিনিষেধ তুলে নেওয়ার প্রথম ধাপ শুরু হয়েছে গত ৪ মে।

এসএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।