শ্রীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২২ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া রওশন সেতু (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া স্থানীয় এইচ কে একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সেতু নেত্রকোনা জেলার আটকুড়া থানার গরমা গ্রামের সুলতান মাহমুদের মেয়ে। তার মা আসমা আক্তার সঞ্চিতা শ্রীপুরের জৈনাবাজারের গুলশান স্পিনিং মিলের শ্রমিক। সেতু তার মার সঙ্গে কারখানার কোয়াটারে বসবাস করতো। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় সেতুকে বাসায় রেখে তার মা কাজে যান।

দুপুরের দিকে কোয়াটারের অন্য সদস্যরা সেতুকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তার মাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।