বিএনপি আতঙ্কে ভুগছে সরকার : রিজভী


প্রকাশিত: ১০:০৫ এএম, ০২ নভেম্বর ২০১৪

বর্তমান সরকার খালেদা জিয়া ও বিএনপি আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ক্ষমতার অন্তরালে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া আওয়ামী লীগের চিরচেনা রাজনৈতিক সংস্কৃতি। বিদেশি রাষ্ট্রগুলোর মন রক্ষার জন্য সরকার দেশে জঙ্গিবাদের অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, যে সংবিধান সংশোধনে জনগণের অংশগ্রহণ থাকে না, জনগণের অধিকার কেড়ে নেয়া হয়, এমনকি প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেয়া হয়, তা অগ্রাহ্য করার অধিকার জনগণের আছে।

গতকাল শনিবার দেশব্যাপী বিদ্যুৎ না থাকা রহস্যজনক বলেও মন্তব্য করেন বেএনপির এ নেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।