ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশিত: ০১:০১ পিএম, ২২ অক্টোবর ২০১৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সার্বজনীন পূজা বিশেষ কোনো গোষ্ঠির নয়, এ পূজা সকলে উপভোগ করতে পারেন। কিছু উন্মাদ ব্যক্তি মাঝে মধ্যে ধর্মের নামে নানা অপকর্ম করে। বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ম নিয়ে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
বৃহস্পতিবার বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আলমগীর কবীর, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব প্রমুখ।

পরে মন্ত্রী আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃমন্দির এবং ঈশ্বরদীর মৌবাড়িয়া মন্দির ও পূজা পরিদর্শন করেন।

একে জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।