সবচেয়ে উষ্ণতম বছর ২০১৫!
চলতি বছরকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে মন্তব্য করেছেন একদল বিজ্ঞানী। বুধবার যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা জানিয়েছেন, গত সেপ্টেম্বর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস। একইসঙ্গে গত বছরের চেয়ে চলতি বছরে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা ১৮৮০ সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি।
এর আগে সংস্থাটি জানায়, চলতি বছরের জুলাই মাসও ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস। সবগুলো মাসের উষ্ণতার রেকর্ড রাখলেও বৈশ্বিক তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে তথ্য উপাত্ত রেকর্ড রাখছে এ সংস্থাটি। ১৮৮০ সাল থেকে প্রতি বছরের জুলাই মাসের তাপমাত্রা রেকর্ড করে আসছে। জুলাইয়ে তাপমাত্রার উপর ভিত্তি করে পুরো বছরের তাপমাত্রা বিশ্লেষণ করা হয়।
চলতি বছরের জুলাই মাসে গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস (৬১.৯ ডিগ্রি ফারেনহাইট)। নতুন এই রেকর্ড এর আগে ১৯৯৮ সালের জুলাইয়ে রেকর্ড করা তাপমাত্রাকে ০.০৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর এ হিসেব থেকেই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ১৮৮০ সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর হচ্ছে ২০১৫ সাল।
সূত্র : নিউইয়র্ক টাইমস।
এসআইএস/আরআইপি