পাকিস্তানি পোষাকে নাচলেন কানাডার প্রধানমন্ত্রী (ভিডিও)
কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জনগণের নেতা হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন। ইতোমধ্যে তার শরীরে আঁকা একটি ট্যাটু বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে সম্ভবত বর্তমান বিশ্বের ট্যাটু আঁকানো একমাত্র ক্ষমতাধর প্রধানমন্ত্রী ট্রুডো।
এছাড়া তার আকর্ষণীয় শরীর, সামাজিক দক্ষতা ও নেতৃত্বও তাক লাগানোর মতো। তবে সবকিছু ছাপিয়ে এবার পাকিস্তানি কুর্তা ও পায়জামা পড়ে এক অনুষ্ঠানে নাচলেন এই প্রধানমন্ত্রী।
২০ অক্টোবর ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মন্ট্রিলে একটি অনুষ্ঠানে কুর্তা ও পায়জামা পড়ে ভাংড়া নাচে অংশ নিয়েছেন ট্রুডো। এ সময় এক তরুণীর সঙ্গে নেচে নিজেকে ড্যান্সার হিসেবে প্রমাণ করেন তিনি। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্যরা মঞ্চে উঠে নাচতে শুরু করলে তিনি নেমে যান।
এদিকে, পাকিস্তানি একটি দৈনিক কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানি শেরওয়ানি ও কোলাপুরি চপল পরিহিত একটি ছবি প্রকাশ করেছে। দৈনিকটি বলছে, কুর্তা ও সালওয়ার পড়ে ট্রুডো এর আগে একটি মসজিদে গিয়ে পাকিস্তানিদের সঙ্গে বিরিয়ানি খেয়েছেন। প্রবাসী পাকিস্তানিদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভাংড়াও নাচেন বলে দাবি করেছে দৈনিকটি।
কানাডার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রুডো। ৪৩ বছর বয়সী ট্রুডো দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বড় ছেলে। পিয়েরে ট্রুডোকে আধুনিক কানাডার রুপকার হিসেবে বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু পিয়েরে ট্রুডোকে স্বাধীনতা মৈত্রী সম্মাননা পদক দেওয়া হয়েছে।
এসআইএস/আরআইপি