পঞ্চগড়ে সাইকেল মেকারের দোকান দখল করলো ছাত্রলীগ


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২২ অক্টোবর ২০১৫

পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের সাইনবোর্ড সাটিয়ে হকিকুল ইসলাম নামের এক সাইকেল মেকারের দোকান ঘর দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাস খানেক আগে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এ দোকান ঘরটি দখল করে।

ওই সাইকেল মেকারকে জব্দ করতে মঙ্গলবার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে মামলাও করে ছাত্রলীগ। মামলার পরপরই সাইকেল মেকারসহ চারজনকে গ্রেফতার করা হয়। বুধবার তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত।

হকিকুলের পরিবার ও স্থানীয়রা জানান, হকিকুল ইসলাম প্রায় ২৭ বছর ধরে বোদা-আটোয়ারী জেলা সড়কের পাশে লীলার মেলা এলাকায় ইউনিয়ন পরিষদের নির্ধারিত জায়গায় ঘর তুলে সাইকেল মেরামতের কাজ করছিলেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি কিছুদিন দোকানঘরটি বন্ধ রেখেছিলেন। কয়েকদিন আগে দোকান ঘরটি নতুন করে মেরামত করেন। মেরামতের ৫/৬ দিন পর আকস্মিক আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দোকান ঘরটির সামনে ছাত্রলীগের সাইনবোর্ড তুলে দেন।

তারা দোকান ঘরের ভেতরে বঙ্গবন্ধুর ছবি সাটিয়ে বাইরে তালা লাগিয়ে দেন। পরে দোকান মালিক আবারও তার সাইকেল মেরামতের কাজ শুরু করলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকীন বাদী হয়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে হকিকুলসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দোকানের মালিক হকিকুল ইসলাম, তার স্ত্রী সুলতানা বেগম, ছোটভাই আব্দুল মোতালেব ও তার স্ত্রী রাজিয়া বেগম। তবে বুধবার আব্দুল মোতালেব ছাড়া অন্য তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত।

সাইকেল মেকার হকিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি ২৭ বছর ধরে সেখানে সাইকেল মেরামতের কাজ করছি। কিছুদিন বন্ধ থাকার পর তালা খুলে দোকানে গিয়ে দেখি ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড লাগানো। পরে শুনি আমার নামে মামলাও হয়েছে।

বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, এটা ইউনিয়ন পরিষদের জায়গা। এছাড়া ঘরটা দীর্ঘদিন ধরে পড়ে ছিল। প্রায় একমাস আগে আমরা সাইনবোর্ড তুলে ঘরে তালা দিয়েছিলাম। আমি ঘটনার সময় ছিলাম না। তবে শুনেছি হকিকুল ইসলাম ও তার পরিবার মিলে বঙ্গবন্ধুর ছবি অবমাননা করেছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

লীলার মেলা বণিক সমিতির সভাপতি হবিবুর রহমান জাগো নিউজকে বলেন, হকিকুল ইসলাম ১৯৮৮ সাল থেকে এখানে দোকান করে আসছেন। কয়েকদিন আগে ছাত্রলীগের কয়েকজন সেখানে সাইনবোর্ড দেন। পরে আবার তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

আটোযারী থানা পুলিেমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জাগো নিউজকে জানান, বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে মঙ্গলবার দুপুরে সাতজনের নামে মামলা হয়েছে। ওই দিন রাতেই প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সফিকুল আলম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।