টিকটকে ভারত সরকারের অ্যাকাউন্ট!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১০ জুন ২০২০

চীনের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। দেশজুড়ে দাবি উঠেছে চীনা পণ্য বয়টকটের। ‘আত্মনির্ভর ভারত’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এর মধ্যেই সামনে এলো- চীনের তৈরি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে খোদ ভারত সরকারই।

দেখা গেছে, ‘মাই গভ ইন্ডিয়া’ নামের টিকটক অ্যাকাউন্টটি ভেরিফায়েড। ইতোমধ্যেই এতে ফলোয়ার মিলেছে ৯ লাখ ৩০ হাজারের বেশি। অ্যাকাউন্টটিতে শেয়ার করা বেশিরভাগই ভিডিওই ইয়োগা, সরকারের অর্জন ও করোনা সতর্কতা বিষয়ক।

tiktok-1

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো ও গুরুত্বপূর্ণ তথ্য সহজে ছড়িয়ে দেয়ার মাধ্যম হিসেবেই টিকটকে অ্যাকাউন্ট খুলেছে ভারত সরকারি। অ্যাকাউন্টটি থেকে আর কাউকে অনুসরণও (ফলো) করা হচ্ছে না।

তবে চীনা পণ্য বয়কট দাবির মধ্যে টিকটকে সরকারি অ্যাকাউন্ট খোলায় বিস্ময়প্রকাশ করেছেন অনেক ভারতীয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ও ট্রল। অনেকেই এমন দ্বিমুখী নীতি পরিহার করে অ্যাকাউন্টটি ডিলিট করারও দাবি তুলেছেন।

সূত্র: ইন্ডিয়া ডটকম

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।