কুমিল্লায় পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ অক্টোবর ২০১৫

কুমিল্লায় বুধবার গভীর রাতে নৈশকোচ থেকে নামিয়ে আজহারুল হক (২৮) নামের এক পরিবহন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক দুইজনকে আটক করেছে।

জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজহারুল হক ময়মনসিংহ জেলা সদরের বাতিবরোরা গ্রামের মকবুল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হালদারমুড়া গ্রামের সবুজ নামের এক যুবক প্রায় ১৫ দিন আগে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখি বিশাল পরিবহনের একটি বাসযোগে চিওড়া থেকে ঢাকা যায়। পথিমধ্যে ওই যুবকের সঙ্গে ওই বাসের এক সহকারীর কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে ওই পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ভ-১১-০০৪৩) চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে রাত তিনটার দিকে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় আসার পর সবুজ ও তার লোকজন রাস্তায় একটি পাওয়ার টিলার রেখে বাসটিকে ব্যারিকেড দিয়ে থামায়। কিন্তু যুবক সবুজের সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িত সহকারী ওই বাসে না থাকলেও বাসটির দরজায় থাকা সহকারী আজহারুল হককে টানা-হেচড়া করে বাস থেকে নামিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম এলাকায় মারা যান। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা আজহারুলের মরদেহ নিয়ে বৃহস্পতিবার সকালে চিওড়া এলাকায় মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করার খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নয়ন ও জিয়াউদ্দিন নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।