বাশারের মস্কো সফর : কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২২ অক্টোবর ২০১৫

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মস্কো সফরের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মস্কোয় বাশারকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় রাশিয়ার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসের একজন মুখপাত্র। খবর বিবিসির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় অঘোষিত মস্কো সফরে গিয়ে একটি বৈঠক করেন বাশার আল আসাদ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মস্কো সফর করেন তিনি। সিরিয়ায় গত সাড়ে চার বছর ধরে চলা সহিংসতায় এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো অভিযোগ করে বলছে, মস্কো আইএস নয় বাশার বিরোধী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তবে মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, আইএস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের হামলার লক্ষ্য।  

মঙ্গলবারের ঝটিকা সফরে বাশার আল-আসাদ তার দেশে সামরিক হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিরিয়ায় মস্কোর হস্তক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদের বিস্তৃতি বন্ধ হয়েছে।

এ সময় ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তি, নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সমাধান হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুল্টজ বলেন, আমরা মনে করি, লালগালিচা সংবর্ধনা পাওয়া আসাদ তার নিজের লোকজনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।

এদিকে, বাশারের সঙ্গে পুতিনের বৈঠকের পর সিরিয়ার সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এ নিয়ে কথা বলবেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।